সেই স্পিডবোটের মালিক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২১, ০২:১৩ পিএম

বালুবোঝাই বাল্কহেডের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যাওয়া স্পিডবোট। 
ফাইল ছবি

বালুবোঝাই বাল্কহেডের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যাওয়া স্পিডবোট। ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির-বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই বাল্কহেডের সাথে ধাক্কা লেগে স্পিডবোটের ২৬ যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ওই স্পিডবোটের মালিক চান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রবিবার (৯ মে) সকালে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, এ বিষয়ে আজ বিকেল ৪টায় কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ৩ মে সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাওয়ার সময় কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ২৬ জনের মৃত্যু হয়।

আহত হয় স্পিডবোটের চালকসহ পাঁচজন। দুর্ঘটনার পর স্পিডবোটের চালক মো. শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh