হঠাৎ স্থগিত এএফসি কাপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৮:৩৫ পিএম

মালদ্বীপ সরকার বাংলাদেশসহ সাতটি দেশের উপর দিয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এর ফলে হঠাৎ এএফসি কাপ স্থগিত করেছে কতৃপক্ষ।

আগামী ১৪ মে মালদ্বীপে এএফসি কাপ-২০২১ এর গ্রুপ পর্বের খেলা শুরু কথা ছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের।

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বর্তমানে ভয়াবহ অবস্থা ভারতের। কদিন আগে বাংলাদেশের প্রতিদিন মৃত্যুহার বেড়েছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান এই সাত দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। এ কারণে এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ার কথা জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

বসুন্ধরা কিংসের সঙ্গে ‘ডি’ গ্রুপে রয়েছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। তাদের সঙ্গী হবে বেঙ্গালুরু এফসি ও ঈগলস ম্যাচের জয়ী দল। এই ম্যাচ হওয়ার কথা ছিল মঙ্গলবার।

গ্রুপ পর্বের উদ্বোধনী দিনে মালদ্বীপের লিগের ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন মাজিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh