টিকার ৯৩ লাখ ডোজ শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২১, ১০:৪৩ পিএম

ভারতে উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন নিচ্ছেন একজন।

ভারতে উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন নিচ্ছেন একজন।

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে রবিবার (৯ মে) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জন। দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ৮৬ জন।

রবিবার ( ৯ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনানো হয়।

অধিদফতরের হিসাবে, দ্বিতীয় ডোজ টিকা নেয়া ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জনের মধ্যে পুরুষ ২২ লাখ ৫২ হাজার ৩৪০ জন এবং নারী ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬ জন।

প্রথম ডোজ নেয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭০ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩০ জন।

অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ২৬ জনকে টিকা দেয়া হয়। টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh