সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাই-ভাবি খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২১, ১১:২২ এএম

পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত হয়েছেন। ছবি : সুনামগঞ্জ প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত হয়েছেন। ছবি : সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত হয়েছেন।

গতকাল রবিবার (৯ মে) রাত ৯টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে ছোট ভাই রাসেলের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে বড় ভাই আলমগীর ও মুর্শেদা বেগমের বিরোধ চলে আসছিল। গতকাল রাতেও নিজ বাড়িতে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রাসেল ধারালো ছুরি দিয়ে ভাই ও ভাবিকে আঘাত করে পালিয়ে যায়। 

পরে তাদেরকে রাত ১০টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আসামি গ্রেফতারে তৎপরতা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh