ঘরের মাঠে মিলানে নাস্তানাবুদ জুভেন্টাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২১, ০১:১৮ পিএম

ইতালিয়ান সিরি আ লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে আগেই। জুভেন্টাসের জয়যাত্রা থামিয়ে দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। তবে শেষ হয়নি লিগের উত্তেজনা। কেননা বাকি দলগুলোর মধ্যে চলছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার লড়াই।

সেই মিশনে একের পর হোঁচটই খাচ্ছে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। সর্বশেষ তারা হারল এসি মিলানের কাছে। যার ফলে নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। চ্যাম্পিয়নস লিগ খেলতে আসর শেষ করতে হবে শীর্ষ চারে থেকে।

রবিবার (৯ মে) রাতে নিজেদের ঘরের মাঠে মিলানের কাছে পাত্তাই পায়নি জুভেন্টাস। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও, গোল করতে পারেনি তারা। দুই অর্ধ মিলে ৩ গোল করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে গেছে এসি মিলান।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে প্রথম গোলটি করেন ব্রাহিম ডিয়াজ। দ্বিতীয়ার্ধে ফিরে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে এসি মিলান। প্রথমে ৭৮ মিনিটের সময় গোল করেন আন্তে রেবিক, পরে স্কোরশিটে নাম তোলেন ফিকায়ো তোমোরি।

এই জয়ের ফলে এখন ৩৫ রাউন্ড শেষে মিলানের সংগ্রহ ৭২ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে পার্মাকে ৫-২ গোলে হারানো আটলান্টার ঝুলিতেও রয়েছে সমান ম্যাচে ৭২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা দুই নম্বরে রয়েছে আটলান্টা।

অন্যদিকে হতাশার পরাজয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে নাপোলি। শেষ তিন ম্যাচের মধ্যে চারে উঠতে না পারলে চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না জুভেন্টাসের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh