১ টাকায় ঈদের পোশাক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২১, ০৫:৩০ পিএম

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার তরুণদের সংগঠন আলোর যাত্রার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ১ টাকায় ঈদের পোশাক বিতরণ করছে। সোমবার (১০ মে) চাঁদপুর জেলা স্টেডিয়ামে পোশাক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। আশা করি, তারা সামনের দিনগুলোতেও তারা এরকম ভালো কাজে যুক্ত থাকবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন আলোর যাত্রা সংগঠনের প্রতিষ্ঠাতা রেজা শাহীন। সংগঠনের সদস্য সুজন খান, সানবির রহমান শান্ত, এইচ এম মেহেদী, নয়ন খান, মাহমুদুল হাসান মেহেদী, কাজী মাসুম, এইচ এম রহমত, হৃদয় মীর, ফারজানা আক্তার প্রমুখ।

‘১ টাকায় ঈদের পোষাক’ এ রকম ব্যাতিক্রম উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা রেজা শাহীন বলেন, শিশুরা যেন এটা ভেবে কষ্ট না পায় যে তাদেরকে কেউ পোশাক দান করেছে কিংবা বিনা টাকায় তারা নতুন পোশাক পেয়েছে। তারা যেন এটা ভাবতে পারে যে, সবাই নিজের টাকায় ঈদের নতুন জামা কিনেছে।

৪ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত মোট ৮০ জন ছেলে মেয়েদের মাঝে পোশাক বিতরণ করে সংগঠনটি।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কয়েকজন তরুণের হাত ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর যাত্রা প্রতিষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh