বাংলাদেশিদের থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ০৬:৫৮ পিএম

করোনাভাইরাস পরিস্থিতির কারণে থাইল্যান্ড বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বাংলাদেশ ছাড়া নেপাল ও পাকিস্তানের জন্য একই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সোমবার (১০ মে) ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ থেকে জারি হওয়া এই নিয়ম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

দূতাবাস জানায়, থাইল্যান্ড সরকারের গঠিত সিসিএসএ করোনা পরিস্থিতির কারণে দক্ষিণ এশিয়ার এই তিনটি দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এসব দেশ থেকে থাই নাগরিকরা চাইলে দেশে ফিরতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈধ ভিসাধারীরা ১৫ মে থাইল্যান্ড যেতে পারবে। তার পরদিন ১৬ মে থেকে সিওইএস ইস্যু সংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে কূটনৈতিক এবং জাতিসংঘের লাইসেজ-পাসার (ইউএনএলপি) ভিসাধারীরা থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh