‘এবি’ ও ‘বি’ গ্রুপের জন্য হুঁশিয়ারি গবেষকদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২১, ১১:১৭ এএম

‘এবি’ ও ‘বি’ রক্তের গ্রুপ যাদের তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ভারতের ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, যে সব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বইছে তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। 

যদি তারা আক্রান্ত হন, তাহলে তারা উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ থাকবেন বলে দাবি করা হয়েছে গবেষণায়।

দেশজুড়ে সেরো সার্ভে করেছে সিএসআইআর। ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে সেই নমুনা নিয়ে গবেষণা চালিয়েছেন ১৪০ জন চিকিৎসক। তারপরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 

এতে দেখা গিয়েছে, আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তারপরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরো বলা হয়েছে, যারা শাক-সবজি খান তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ এই ধরনের খাবারের মধ্যে যে পুষ্টি গুণ থাকে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে। এমনকি একবার আক্রান্ত হলে কোভিড মুক্ত হওয়ার পরে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিশ খাবারের উপরেই জোর দিচ্ছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh