ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২১, ১১:৩৪ এএম | আপডেট: ১১ মে ২০২১, ১১:৪৯ এএম

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যহত রয়েছে

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যহত রয়েছে

ঈদের আগে শেষ কার্যদিবসে মঙ্গলবার (১১ মে) পুঁজিবাজারে ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে। লেনদেনের আধা ঘণ্টায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৬ পয়েন্ট। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১৫৫ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতা-বিক্রেতার সমন্বয়ে জমে উঠেছে পুঁজিবাজার। ফলে বড় উত্থানের মাধ্যমে ঈদের আগের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন চলছে। পুঁজিবাজারে সকাল ১০টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

সকাল ১০টায় শুরু হওয়া লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইতে প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে সাত পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৮ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৭ লাখ টাকার। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৩৩ লাখ টাকার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২৬ কোটি ১৬ লাখ টাকা।

একই সময়ে সিএসইর প্রধান সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh