বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২১, ০২:৫৮ পিএম

পুটখালী সীমান্ত থেকে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: বেনাপোল প্রতিনিধি

পুটখালী সীমান্ত থেকে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি।

মঙ্গলবার (১১ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে অস্ত্রের চালান এনে অভয়বাশ নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান আটক করা হয়। তবে বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh