টিকার পৌনে ৮ লাখ ডোজ অবশিষ্ট আছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২১, ০৭:৫৮ পিএম

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩ জন। দুই ডোজ মিলিয়ে ৯৪ লাখ ১৩ হাজার ৪৩৩ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।

দেশে করোনার ভ্যাকসিন সংগ্রহে ছিল এক কোটি ২ লাখ ডোজ। তাই ৭ লাখ ৮৬ হাজার ৫৬৭ ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে।

মঙ্গলবার (১১ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ৯৭ হাজার ৩৪৭ জন। তাদের মধ্যে ২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh