বার্সেলোনা সবচেয়ে ধনী ফুটবল ক্লাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২১, ০৮:২১ পিএম

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বের প্রতিটি ফুটবল ক্লাবই ক্ষতিগ্রস্ত। ব্যয় সমন্বয় করতে কমাতে হয়েছে ফুটবলারদের পারিশ্রমিক। এরপরেও  বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব হিসেবে ফোর্বসের তালিকায় জয়াগ করে নিয়ে এফসি বার্সেলোনা।

এছাড়া বিশ্বের চতুর্থ ধনী ক্লাব হিসেবেও ফোর্বসের তালিকায় রয়েছে স্প্যানের ক্লাবটি। বার্সার বর্তমান বাজারমূল্য ৪.৭৬ বিলিয়ন ডলার।

ফোর্বস প্রকাশিত ৫০টি ধনী ক্লাবের তালিকা অনুসারে দেখা যাচ্ছে, মার্কিন বাস্কেটবল দল ডালাস কাউবয় হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস ক্লাব। করোনা মহামারির মধ্যেও ক্লাবটির মূল্য বেড়েছে ৩.৪৩ বিলিয়ন ডলার।

২০১৬ সালেই শীর্ষ স্থান থেকে রিয়াল মাদ্রিদকে সরিয়ে দিয়েছিল কাউ বয়েজ। এরপর থেকে তারা শীর্ষেই রয়েছে। গত বছর তাদের মূল্য ছিল ৫.৭ বিলিয়ন ডলার। এবার তাদের উন্নতি হয়েছে আরও ৩.৬ বিলিয়ন ডলার।

মেজর বেজবল টিম নিউইয়র্ক ইয়াঙ্কিস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের মূল্য ৫.৩ বিলিয়ন ডলার।

বাস্কেটবল দল নিউইয়র্ক নিকসের মূল্য ৫ বিলিয়ন ডলার। তারা রয়েছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। তাদের মূল্য ৪.৭৬ বিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদ রয়েছে পঞ্চম স্থানে। তাদের মূল্য ৪.৭৫ বিলিয়ন ডলার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh