চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজন আহত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২১, ০৯:১৯ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বজ্রপাতে বৃদ্ধ ও শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের মধ্যমবাশারা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মৃত সুলতান আহমেদের ছেলে নেছার আহমেদ (৬০), রজ্জব ঢালীর স্ত্রী রেজিয়া বেগম (৫৫) জাহাঙ্গীর আহমেদের স্ত্রী পারভীন বেগম (২৬) ও তার কন্যা সন্তান ফারজানা (১৩)। 

এদের মধ্যে নেছার আহমেদ ও রেজিয়া বেগম বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

আহত নেছার আহমেদের ছেলে জাহাঙ্গীর আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি নামলে হঠাৎ বিকট শব্দে একটি বজ্রপাত তাদের বাড়ির পার্শ্ববর্তী স্থানে পড়ে। বজ্রপাতের সময় তাদের ঘরে থাকা বৈদ্যুতিক মিটার ও লাইট এবং সুইচ বিস্ফোরিত হয়ে তাদের গায়ে পড়ে। এতে নেছার আহমেদ ও রিজিয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

একই সাথে তার স্ত্রী পারভীন বেগম ও কন্যা ফারজানা আক্তার বজ্রপাতের বিকট শব্দে কিছুটা আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh