সৌদিফেরত যাত্রীর ব্যাগে মিলল ৩ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২১, ১০:৫৯ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিফেরত এক যাত্রীর ব্যাগেজের ডোর ক্লোজারের ভেতর থেকে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ প্রিভেন্টিভ টিম।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৫ লাখ টাকা। মঙ্গলবার (১১ মে) বিকালে রবিন মাতবর নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। রবিন মাতবরের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

ঢাকা কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিমের উপ-পরিচালক সাদেক হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকালে সৌদি আরব থেকে আগত ফ্লাইট নং SV 3580-তে আসা যাত্রী রবিন মাতবর গ্রিন চ্যানেল অতিক্রম করলে তার সঙ্গে থাকা ব্যাগে কোনও স্বর্ণের বার বা স্বর্ণালঙ্কার আছে কিনা জানতে চাওয়া হয়। তিনি তা অস্বীকার করেন।

পরবর্তীতে তার ব্যাগেজ স্ক্যানিং করলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাস্টমসের কাউন্টারে এনে ডোর ক্লোজার ভেঙে এর ভেতর থেকে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৫ লাখ টাকা। আটককৃত যাত্রী রবিন মাতবরের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh