ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২১, ০৯:১০ এএম

ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা। ছবি : সংগৃহীত

ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা। ছবি : সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্মের করোনাভাইরাস প্রতিরোধী পাঁচ লাখ ডোজ ‘বিবিআইবিপি-করভি’ টিকা ঢাকায় পৌঁছেছে। 

আজ বুধবার (১২ মে) ভোরে টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি ১৩০ জে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা চীনের টিকা এসে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন। আজ দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই টিকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং উপহারের এই টিকা আজ আসার কথা জানিয়েছিলেন। 

গত সোমবার ঢাকায় ভার্চুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তাছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।

সম্প্রতি সিনোফার্মের তৈরি করা করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের অর্ধশতাধিক দেশ ইতিমধ্যে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh