ডিজিটাল মামলায় সাংবাদিক আবু তৈয়বের জামিন

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২১, ১১:০০ পিএম

খুলনার সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী।

খুলনার সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার খুলনার সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী জামিন পেয়েছেন।

২১ দিন পর উচ্চ আদালতের জামিনে বুধবার (১২ মে) বিকেলে খুলনা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

গত ২২ ও ২৮ এপ্রিল তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। উচ্চ আদালতের জামিনে বুধবার খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

আইনজীবী আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ মে উচ্চ আদালত সাংবাদিক আবু তৈয়বের জামিন মঞ্জুর করেন। আজ উচ্চ আদালতের নির্দেশে তিনি খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

২০ এপ্রিল রাতে সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়। খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মামলাটি দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

২১ এপ্রিল সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাংবাদিক আবু তৈয়ব এনটিভি ও দৈনিক লোক সামাজের খুলনা প্রতিনিধি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh