বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় আসবেন না : তাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৯:২১ এএম

 ঈদের নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফজলে নুর তাপস

ঈদের নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফজলে নুর তাপস

সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে গ্রামে ফেরাদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস।

শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একমাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। আমি ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনার মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আমার কামনা আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

মেয়র বলেন, ঢাকা থেকে যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় গেছেন তাদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার অনুরোধ করছি।

এর আগে শুক্রবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh