ঈদের দিন অবস্থান কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ১১:০৩ এএম

রাজধানীর সায়দাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে অবস্থান নি‌য়ে‌ছেন শ্রমিকরা

রাজধানীর সায়দাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে অবস্থান নি‌য়ে‌ছেন শ্রমিকরা

ভাত, কাপড়, আর্থিক অনুদান গা‌ড়ি চালা‌নোর সু‌যোগ, বাস ও ট্রাক টার্মিনালে পরিবহন শ্রমিকদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বি‌ক্রির দা‌বি‌তে অবস্থান কর্মসূচি শুরু ক‌রে‌ছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। ঈদুল ফিতরের দিন সবাই যখন আনন্দে মেতে উঠেছেন, তখন পরিবহন খাতের মালিক ও শ্রমিকরা দা‌বি আদা‌য়ে মাঠে নেমেছেন।

শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট পরিবহন সংগঠন এ তথ্য জানিয়েছে।

সকাল ১০টায় রাজধানীর সায়দাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে অবস্থান নি‌য়ে‌ছেন সয়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টা‌র্মিনাল শ্র‌মিক ক‌মি‌টি। ঢাকা মহানগর সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউনিয়নের ব্যানা‌রে কর্মসূচির নেতৃত্ব দি‌চ্ছেন সগঠন‌টির সভাপ‌তি হাজী মো আলী সুবা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh