হাজারের নিচে শনাক্ত, কমেছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৪:২৫ পিএম | আপডেট: ১৪ মে ২০২১, ০৪:২৮ পিএম

করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা শনাক্ত করা হচ্ছে।

করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা শনাক্ত করা হচ্ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। গতকাল বৃহস্পতিবার ৩১ জনের মৃত্যু এবং ১ হাজার ২৯০ জনের শনাক্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের হিসাবে, এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ১০২ জন হয়েছে। আর নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন হয়েছে।

গত একদিনে সুস্থ হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২, খুলনায় ৩, সিলেটে ২ এবং রংপুরে ৩ জন রয়েছেন। 

একদিনে মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ১০২ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৬২ জন এবং নারী ৩ হাজার ৩৪০ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh