আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৬:০৮ পিএম

জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিক্ষোভ করেছে মুসল্লিরা।

শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ করেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী শাখা এ বিক্ষোভ করে।

বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ‘ইসরায়েল ন্যক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। জাতিসংঘও কিছু বলছে না।’

ইসরায়েলের দখলদার নীতি অব্যাহত থাকলেও এ বিষয়ে বিশ্ব সম্প্রদায় কিছুই বলছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই বর্বরতার অবসান হওয়া দরকার। ইসরায়েল তাদের সম্প্রসারণ নীতি দিয়ে গাজা উপত্যকায় বসতি গড়ে তোলে। প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের ওপর তারা তাদের দখল কায়েম করছে।’

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি-বিমান। এ পর্যন্ত কয়েকশ বার বিমান হামলা চালানো হয়েছে। এ পর্যন্ত ওই হামলায় ইসরায়েলি বোমা হামলায় শিশু নারীসহ নিহতের সংখ্যা ১১৯ জনে দাঁড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh