ইন্দোনেশিয়ার সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৬:৪৬ পিএম

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরপশ্চিম উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবারের (১৪ মে) এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানায়, ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ এবং এর গভীরতা ১৯ কিলোমিটার ছিল।ভূমিকম্পটির সুনামি সৃষ্টির সক্ষমতা ছিল না। 

২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রার উত্তরপশ্চিম উপকূলে আঘাত হানা ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও আরও ৯টি দেশের দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা ফিলিপো দাইলি জানিয়েছেন, শুক্রবারের ভূমিকম্পটি ২০ সেকেন্ড ধরে অনুভূত হয়েছিল।

তবে এ ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh