ভারতে রাশিয়ার ভ্যাকসিনের ব্যবহার শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৭:৫২ পিএম

স্পুটনিক ভি ভ্যাকসিন নিচ্ছেন এক ভারতীয়। ছবি: এএনআই

স্পুটনিক ভি ভ্যাকসিন নিচ্ছেন এক ভারতীয়। ছবি: এএনআই

ভারতের রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। শুক্রবার (১৪ মে) দেশটির হায়দারাবাদ শহরে টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়।

টিকার আমদানিকারক সংস্থা ডা. রেড্ডিস ল্যাব জানিয়েছে, আমদানিকৃত টিকাগুলোর দাম হবে ৯৯৫ রুপি। তবে ভারতে ড. রেড্ডিস ল্যাবে যে টিকা তৈরি হচ্ছে, তার দাম তুলনামূলকভাবে কম হবে।

ডা. রেড্ডিসের পক্ষ থেকে বলা হয়েছে, টিকার সুষ্ঠু ও সময়োপযোগী সরবরাহ নিশ্চিত করতে ভারতে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, প্রথম ডোজটি সীমিত পাইলট প্রজেক্টের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।

‘আগামিতে আমদানিকৃত টিকার আরও ডোজ এসে যাবে। পাশাপাশি ভারতীয় উৎপাদক সংস্থাগুলোর কাছ থেকে স্পুৎনিক ভি টিকা বাজারে সরবরাহ শুরু হয়ে যাবে।’

৯১.৬ শতাংশ কার্য়করি এই টিকা ভারতে তৃতীয় অনুমোদনপ্রাপ্ত করোনা ভ্যাকসিন। এর আগে কেবল ভারত বায়োএনটেকের কোভ্যাক্সিন ও সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড অনুমোদন পেয়েছে। তবে এই দুই টিকার তুলনায় অনেক বেশি কার্যকরি রাশিয়ার স্পুৎনিক-ভি।

১ মে ভারতের হায়দরাবাদে প্রথম এই টিকার এক লাখ ৫০ হাজার ডোজ এসে পৌছয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh