মহামারির দ্বিতীয় বছর আরও প্রাণঘাতী: ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২১, ১১:২৩ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস

মহামারি করোনাভাইরাস প্রকোপের দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী হবে বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে শিশুদের টিকা দেয়ার বদলে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, আমরা এই মহামারির দ্বিতীয় বছরের জন্য প্রথমের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী এক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি।

তিনি বলেন, কিছু দেশ শিশু ও কিশোরদের টিকা দিতে চাচ্ছে। কিন্ত বর্তমানে এ অবস্থায় আমি তাদের আহ্বান জানাব, তারা যেন শিশু-কিশোরদের টিকা না দিয়ে সেসব টিকা ‘কোভ্যাক্স’ জোটের কাছে সরবরাহের বিষয়টি বিবেচনা করে।

উন্নত দেশগুলোতে টিকা দেয়ার হারের চেয়ে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে টিকা দেয়ার হার অনেক কম।

তিনি বলেন, গত জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও, আমরা এখন সেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় দফার এই প্রকোপ হবে আরও প্রাণঘাতী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh