করোনায় ভাই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২১, ০১:২৬ পিএম | আপডেট: ১৫ মে ২০২১, ০৮:০২ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৫ মে) সকাল ৯ টা ২০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুখ্যমন্ত্রীর পারিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা প্রটোকল মেনে শনিবার ‍দুপুরের পর কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

মমতা বন্দোপাধ্যায়ের মেজোভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। কলকাতার কালীঘাটে একই বাসভবনে থাকতেন ভাই-বোন।

পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অসীম বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে কালীঘাটে শোকের ছায়া নেমেছে। শোকস্তব্ধ অবস্থায় আছে মুখ্যমন্ত্রীর পরিবার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh