ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ১২:৩০ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস / ছবি : টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস / ছবি : টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সকালে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। চলতে দেখা গেছে দূরপাল্লার বাসও। কিন্তু মহাসড়কে তিন চাকার যানের বেপরোয়া চলাচল বন্ধ না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সেই সঙ্গে ঢাকাগামী যাত্রীদেরও গুনতে হচ্ছে ৪ থেকে ৫ গুণ বেশি ভাড়া।

রবিবার (১৬ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেটকারই বেশি চলাচল করছে। এ ছাড়া ট্রাক, আন্তঃজেলা পরিবহনের পাশাপাশি মহাসড়কে চলতে দেখা গেছে দূরপাল্লার বাসও।


মহাসড়কের দ্বায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি বলেন, মহাসড়কে যান চলাচল একটু বেড়েছে। তবে গাড়ির চাপ ও কোনো যানজট নেই। মহাসড়কে ঈদ পরবর্তী সময়ে শৃঙ্খলা ও সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh