ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত ৫ জনই সুস্থ : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৩:১৪ পিএম

প্রফেসর মো. নাজমুল ইসলাম

প্রফেসর মো. নাজমুল ইসলাম

ভারত থেকে আসা করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের নমুনা জিনোম সিকোয়েন্স করে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তাদের মধ্যে ৫ জন সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (১৬ মে) স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, জিনোম সিকোয়েন্স করে যে কয়টি পেয়েছিলাম সেটি আমরা ইতোমধ্যে জানিয়েছি। তার মধ্যে ৫ জন একেবারেই সুস্থ আছেন। তাদের কন্টাক্ট ট্রেসিং করেও আর কোনও সংক্রামিত রোগী পাইনি। সর্বশেষ আমরা ভারতীয় ভ্যারিয়েন্ট ৬ জনের নমুনায় পেয়েছি। নতুন করে জিনোম সিকোয়েন্স হচ্ছে, যদি আরও পাই তাহলে সেটিও জানিয়ে দেবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh