ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৫:০১ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

রবিবার (১৬ মে) সকাল থেকে আবারো যথারীতি শুরু হয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. মাকসুদ খান  জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে আজ সকাল থেকে আবারো বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি আরো জানান, ভারতে করানোর ভয়াবহ সমস্যার কারণে আবারো আমদানি-রফতনি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার থেকে  শনিবার পর্যন্ত পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রবিবার সকালে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh