টিকা তৈরির অনুমোদন দেয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ০৯:১৫ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্ম উৎপাদিত টিকা দেশে কাউকেই উৎপাদনের অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

রবিবার (১৬ মে) সন্ধ্যায় অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে সিনোফার্ম উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লি. এর কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমােদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়।

এতে বলা হয়, মূলত দেশে কোভিড-১৯ টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়নি। এই ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করার জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরােধ করা যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh