গাছ চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ১০:৫৮ পিএম

ময়মনসিংহে বনের গাছ চুরির অভিযোগে ভালুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিহাব আমিন খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (১৬ মে) দুপুরে বন বিভাগের ভালুকা হাজির বাজার ক্যাম্প কর্মকর্তা একেএম সাফেরুজ্জামান মামলাটি করেন।

ইউপি চেয়ারম্যান শিহাব আমীন খান ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমান খান।

মামলার বাদী বন বিভাগের ভালুকা হাজির বাজার ক্যাম্প কর্মকর্তা একেএম সাফেরুজ্জামান বলেন, গত মঙ্গলবার (১১ মে) রাতে মেহরাবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগ থেকে শিহাব আমীন খানের নেতৃত্বে তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমানসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন সরকারি বনভূমি দখল করতে আটটি আকাশমনি গাছ কেটে ফেলেন। এগুলো নিয়ে যাওয়ার সময় বন বিভাগের লোকজন জব্দ করে। এ ঘটনার গত বৃহস্পতিবার (১৩ মে) ভালুকা মডেল থানায় অভিযোগ করা হলে মামলাটি রবিবার নথিভুক্ত হয়।

এ বিষয়ে শিহাব আমীন খান বলেন, কিছুদিন আগে বনের পাশে পুকুর কেটে মাটি আমার মালিকানাধীন জায়গায় ফেলা হয়। বন কর্মকর্তারা তাদের জায়গায় মাটি ফেলা হয়েছে বলে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh