প্রথম পরীক্ষায় শ্রীলঙ্কার সবার করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১২:২৪ পিএম

কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কা দলের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। ফাইল ছবি

কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কা দলের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। ফাইল ছবি

শ্রীলঙ্কা ক্রিকেট দল ৩১ সদস্যের বিশাল বহর নিয়ে গতকাল রবিবার (১৬ মে) ঢাকায় পা রাখে। হোটেলে কোয়ারেন্টিনে যাওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন অতিথিরা। রাতেই তাদের রিপোর্ট হাতে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোভিড পরীক্ষায় শ্রীলঙ্কা দলের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। 

আগামীকাল মঙ্গলবার (১৮ মে) দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষা লঙ্কানদের। এই পরীক্ষার ফল নেগেটিভ আসলে ১৯ তারিখ কোয়ারেন্টিন মুক্ত হয়ে অনুশীলনের সুযোগ পাবে সফরকারী দল।

বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসেন জানান, শ্রীলঙ্কা দলের প্রথম কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আগামীকাল দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর তাদের মাঠে নামতে কোনো বাধা থাকবে না।

সফরসূচি অনুযায়ী, ১৯ মে সফরকারী দল মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে নামবে। সিরিজ চলাকালে ও শেষে আরো দুইবার তাদের কোভিড পরীক্ষা করানো হবে। এর আগে দেশ থেকেও কোভিড পরীক্ষার নেগেটিভ ফল নিয়ে বাংলাদেশে এসেছিল তারা।

দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ তারিখ। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh