কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিলো এমটিবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২১, ০২:৪৯ পিএম

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দুই ইউনিট নেজাল হাই ফ্লো থেরাপি অক্সিজেন মেশিন প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশন। 

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক অক্সিজেন সহায়তা প্রযোজন তাদের জন্য এ মেশিন প্রদান করা হয়।

সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নেজাল হাই ফ্লো অক্সিজেন থেরাপি প্রদান করেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব কমিউনিকেশনস আজম খান কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচালক (ইনচার্জ) ডা এ.কে.এম. সারোয়ারুল আলমের হাতে তুলে দেন।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh