দর্শনা দিয়ে ফিরেছে ভারতে আটকে পড়া ১১ বাংলাদেশি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৯:৩৯ পিএম

অনাপত্তি ও করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারতে আটকে পড়া ১১ বাংলাদেশি চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। 

সোমবার (১৭ মে) সন্ধ্যায় ভারতের গেদে চেকপোস্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তিন নারীসহ বাংলাদেশিরা।

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের স্বার্থ নিশ্চিত করণ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন বলেন, ভারত থেকে ফেরা ১১ বাংলাদেশিকে র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা পরীক্ষার করানো হবে। পরে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাস ও শহরের আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। 

যাদের করোনা পজিটিভ হবে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh