সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২১, ০২:০৭ পিএম

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, কাজী তাজউদ্দিন রিপন, সোহেল তালুকদার প্রমুখ। 

বক্তারা রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করার প্রতিবাদ জানান। একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তিসহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ মদদদাতাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh