৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৩:৩৬ পিএম

চিকিৎসক নিয়োগের ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। মৌখিক পরীক্ষা আগামী ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল। 

আজ মঙ্গলবার (১৮ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি বিধি-নিষেধের কারণে বর্তমান পরিস্থিতিতে ৪২তম বিএসএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হলেও তা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আগামী ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে দেয়া হলো।

এতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধ শিথিল হওয়ার পর স্বল্পতম সময়ে মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh