তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৮:৫৯ পিএম

লিবিয়া থেকে ছেড়ে আসা ইউরোপগামী একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে গেছে। এতে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছে ও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তিউসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এএফপি জানায়, জীবিতদের সবাই বাংলাদেশি নাগরিক।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জিকরি জানিয়েছেন, জীবিতরা তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে ডুবে যাওয়া নৌকাটির পাশেই তেলের একটি প্ল্যাটফর্ম ধরে ভাসতেছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, ‘৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। দেখে মনে হচ্ছে, তাদের সবাই বাংলাদেশ থেকে আসা। অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।’

ডুবে যাওয়া নৌকাটিতে ৯০ জনের বেশি যাত্রী ধরার সক্ষমতা ছিল। সেটি রোববার লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে ছেড়ে আসে। নৌকাটি ডুবে যাওয়ার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি।

-এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh