টিকা পাঠাতে ভারতকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ১০:৩১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশকে শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন।

মঙ্গলবার (১৮ মে) টেলিফোনে আলাপকালে ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এ অনুরোধ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবগত আছেন বলে জানান।

এ সময় ড. মোমেন ভারতে ঘূর্ণিঝড়সহ করোনা আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মোমেন বলেন, ভারত যেহেতু সময় মতো টিকা দিতে পারেনি সেজন্য বাংলাদেশ শিগ‌গিরই টিকা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। বাংলাদেশের দ্রুত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করতে পারেন ড. এস জয়শঙ্কর‌। জবাবে ইতিবাচক সাড়া দেন তিনি (ড. এস জয়শঙ্কর‌)।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশকে টিকা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে প্রবাসী বাংলাদেশি ডা. এ এফ এম হকের নেতৃত্বে বিভিন্ন স্তরের ১ হাজার ১৪ জন প্রফেশনাল প্রবাসী বাংলাদেশি-আমেরিকান স্বাক্ষরিত একটি আবেদন হোয়াইট হাউজে প্রেরণ করেছেন। এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং জরজিয়ার স্টেট সিনেটর শেখ রহমানও বাংলাদেশকে টিকা প্রদানের জন্য হোয়াইট হাউসকে অনুরোধ করেছেন বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh