সুবর্ণচরে ২ রোহিঙ্গা কিশোরী আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২১, ০৮:৫৭ এএম

সুবর্ণচরে ২ রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে। ছবি : সুবর্ণচর প্রতিনিধি

সুবর্ণচরে ২ রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে। ছবি : সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি থানা পুলিশে খবর দেন। 

আটকরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে খুরশীদা আক্তার (১৬) ও জান্নাত আরা বেগম (১০)। তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২নং ক্লাস্টারের ৩/৪ নং রুমে বসবাস করে। 

গতকাল বুধবার (১৯ মে) রাত ৯টার দিকে সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী তাদেরকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে। 

৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে চার রোহিঙ্গা ৪ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে মাছ ধরার নৌকায় করে পালিয়ে সুবর্ণচরে আসে। সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল বাতেন, আবদুল বাতেনের ছেলে সেলিম উদ্দিন কালু, একই ইউনিয়নের চর আলাউদ্দিনের ইব্রাহিম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে নিয়ে আসে। পরে স্থানীয় এলাকাবাসী রোহিঙ্গাদের পালিয়ে নিয়ে আসার বিষয়টি টের পেয়ে  তাদের আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। এ সময় আরো দুই রোহিঙ্গা পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আরো দুই সদস্য পলাতক রয়েছে কি-না সে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh