ভ্যাকসিন বিক্রি করে বিলিয়নিয়ার ৯ জন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২১, ০৬:০৯ পিএম

করোনাভাইরাস মহামারির মধ্যে ভ্যাকসিন বাণিজ্য করে বিশ্বে অন্তত ৯ জন নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স নামে একটি অ্যাক্টিভিস্ট সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই নতুন ৯ জন বিলিয়নিয়ারের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৯৩০ কোটি ডলার। এর মাধ্যমে নিম্ন-আয়ের দেশগুলোর সব জনগণকে প্রায় দেড়বার করে সম্পূর্ণ টিকাকরণ করা যাবে।

এই তথ্য তারা ফোর্বস ম্যাগাজিনের তৈরি ধনীদের তালিকা থেকে সংগ্রহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স সংস্থাটিতে অনেকগুলো সংগঠন যুক্ত রয়েছে যারা ভ্যাকসিনের সম্পত্তি মালিকানা ও মেধাস্বত্ত্ব তুলে নেয়ার জন্য প্রচারণা চালাচ্ছে।

এই সংস্থার সঙ্গে যুক্ত অক্সফামের আনা ম্যারিয়ট বলেন, ‘ভ্যাকসিনগুলোর ওপর ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যে একচেটিয়া নিয়ন্ত্রণ রেখেছে তারই মানব চেহারা হলো এই বিলিয়নিয়াররা।’

সংস্থাটি জানায়, নতুন ৯ জন বিলিয়নিয়ারের পাশাপাশি আটজন বর্তমান বিলিয়নিয়ারের সম্পদ ৩ হাজার ২২০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।

নতুন বিলিয়নিয়ারদের মধ্যে শীর্ষে রয়েছেন মডার্না ও বায়োএনটেকের প্রধান নির্বাহী যথাক্রমে স্টেফেইন ব্যানসেল ও উগুর সাহিন।

অন্য তিনজন নতুন বিলিয়নিয়ার হলেন চীনা ভ্যাকসিন কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসের তিন সহ-প্রতিষ্ঠাতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh