বকেয়া দিয়ে চালু এসএ টিভি, বন্ধ চ্যানেল নাইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২১, ০৩:০৬ পিএম | আপডেট: ২১ মে ২০২১, ০৩:০৮ পিএম

এস এ টিভি ও চ্যানেল নাইনের লোগো

এস এ টিভি ও চ্যানেল নাইনের লোগো

স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর বেসরকারি টেলিভিশন এসএ টিভি চালু হলেও বন্ধ আছে চ্যানেল নাইনের সম্প্রচার।

স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিএসসিএল বৃহস্পতিবার মধ্যরাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয়ার পর তাদের সাথে যোগাযোগ করে দুই টেলিভিশন।

শুক্রবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়।

এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন বলেন, আমি এখন স্যাটেলাইট কোম্পানির অফিসে আছি। আশা করি ১০ মিনিটের মধ্যে চ্যানেল চালু হয়ে যাবে। আমরা বকেয়া পরিশোধ করেছি।

স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পড়েছিল, এজন্য সম্প্রচার বন্ধ করেছিলাম। আশা করছি, চ্যানেল নাইনও রবিবার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।

চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজক জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বেসরকারি টেলিভিশনের কাছ থেকে ভাড়া অগ্রিম নেয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অগ্রিম ভাড়া এক কোটি টাকার মতো পরিশোধ করতে বৃহস্পতিবার চিঠি আসে।

এরপর ৪০ লাখ টাকা জমা দেয়া হয়। বাকি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব পরিশোধ করে টেলিভিশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বেসরকারি টেলিভিশনগুলো আগে মূলত সিঙ্গাপুরভিত্তিক স্যাটেলাইট ব্যবহার করত। সেখানে ভাড়া পরিশোধে অগ্রিম দেয়ার ব্যাপার ছিলো না।

তবে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে অগ্রিম ভাড়া পদ্ধতি চালু হয়। আর এটিই সমস্যা তৈরি করেছে বলে দাবি করেছেন ওই প্রযোজক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh