হেফাজত নেতা কাসেমী চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২১, ০৯:৩২ পিএম | আপডেট: ২২ মে ২০২১, ০৯:৩৯ পিএম

চার দিনের রিমান্ডে হেফাজত নেতা মনির কাসেমী। ছবি: সংগৃহীত

চার দিনের রিমান্ডে হেফাজত নেতা মনির কাসেমী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শনিবার (২২ মে) এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন করা হয়। 

এর আগে শুক্রবার (২১ মে) রাতে রাজধানীর বারিধারা থেকে মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh