উপসচিব পদে ৯ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৭:১৩ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতীকী ছবি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতীকী ছবি।

উপসচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন নন-ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া ৯ জন সিনিয়র সহকারী সচিব।

রবিবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতির পর তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, আইডিএমসির সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান।

তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh