ক্যান্সারের কাছে হার মানলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২১, ০৭:২১ পিএম

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ (৭০) আর নেই।

গত দুইমাস ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল রবিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (২৪ মে) দুপুর ২টায় নিজ গ্রাম উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নয়ননগর গ্রামের মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

কর্মজীবনে তিনি নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসরে যান। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নয়ননগর গ্রামের বাসিন্দা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh