সাতক্ষীরায় ভুয়া এনএসআই আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২১, ০৯:৪৬ পিএম

আটককৃত এনএসআই দাবি করা  মুজাহিদুল ইসলাম। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি

আটককৃত এনএসআই দাবি করা মুজাহিদুল ইসলাম। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা থেকে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। উপজেলার সুজনসাহা বাজার থেকে মঙ্গলবার (২৫ মে) দুপুরে স্থানীদের সহযোগিতায় এনএসআই সাতক্ষীরা অফিসের কর্মকর্তারা তাকে আটক করেন। 

আটককৃত এই ভুয়া এনএসআই মুজাহিদুল ইসলাম কখনো দুদক কর্মকর্তা, কখনো এনএসআই অফিসার, কখনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিভাগীয় অফিসার, আবার কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন তদবিরের নামে  প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। 

প্রতারক মুজাহিদুল ইসলাম (৩০) খুলনা জেলার ডুমুরিয়া থানার নরনিয়া গ্রামের আশরাফ মোড়লের ছেলে। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, প্রতারক মুজাহিদকে জিঙ্গাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh