ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২১, ০৬:০৫ পিএম

সড়ক দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছে। ছবি: ভোলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছে। ছবি: ভোলা প্রতিনিধি

ভোলার ঘূইংগারহাট এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদর উপজেলার কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।  

স্থানীয় জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী বিসমিল্লাহ নামের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোর তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছে। তারা ঘাতক বাস ড্রাইভারের শাস্তি দাবি করেছে। ভোলা চরফ্যাশন রুটে নিরাপদ সড়ক চায় বলে জানান। 


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বাস জব্দ করেছে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh