রিয়ালের মৌসুম সেরা খেলোয়াড় মদ্রিচ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২১, ০২:১৫ পিএম

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ / ছবি: রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ / ছবি: রিয়াল মাদ্রিদ।

মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে বর্ষসেরা পুরস্কার জেতার পরের মৌসুমটায় লুকা মদ্রিচ ছিলেন নিষ্প্রভ। তবে হাল ছাড়েননি তিনি। কঠিন মৌসুমে ব্যস্ত সূচিতে অনেকেই যেখানে খুব ভুগেছেন সেখানে আলো ছড়িয়েছেন মদ্রিচ, রাজত্ব করেছেন মাঝমাঠে। এর পুরস্কার হিসেবেই রিয়ালের মৌসুম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার

শুক্রবার (২৮ মে) ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ২০২০-২১ মৌসুমে মদ্রিচের সেরা হওয়ার খবর জানিয়েছে রিয়াল।

গড়ে প্রায় প্রতি সপ্তাহে দুটি করে ম্যাচ খেলার অসহনীয় চাপ, সঙ্গে খেলোয়াড়দের চোট আর অসুস্থতায় পুরো মৌসুমেই ভুগেছে রিয়াল। মৌসুম কেটেছে উত্থান-পতনের মধ্যে দিয়ে। এর মাশুল দিতে হয়েছে ১১ বছরে প্রথমবারের মতো শিরোপাশূন্য মৌসুম শেষ করে।

এর মাঝেও যে কজন নিয়মিত ভালো করেছেন, তার মধ্যে সবার চেয়ে এগিয়ে ৩৫ বছর বয়সী মদ্রিচ। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচ খেলে ছয়টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের দেয়া ভোটে সেরা নির্বাচিত হয়ে ভীষণ খুশি মদ্রিচ। ক্লাবের ওয়েবসাইটে সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

তিনি বলেন, ‘প্রথমত আপনারা আমাকে যতটা ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তাতে আমি খুব খুশি ও গর্বিত। আশা করি, শিগগিরই আপনাদের স্টেডিয়ামে দেখতে পারব এবং আমরা একসঙ্গে ফুটবল উপভোগ করব।’

তিনি আরো বলেন, নিজের পারফরম্যান্স নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না। কিন্তু আমি এটা বলতে পারি, আমার ভালো লেগেছে। নিজেকে উপভোগ করেছি… নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh