টোকিও অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের বাকী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৮:১৩ পিএম | আপডেট: ২৮ মে ২০২১, ০৮:১৬ পিএম

আব্দুল্লাহ হেল বাকী।

আব্দুল্লাহ হেল বাকী।

টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকী। তবে বিশেষ ব্যবস্থায় সুযোগ পেয়ে এবারের অলিম্পিকে যাচ্ছেন তিনি।

অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন কমনওয়েলথ গেমসে টানা দুবার রুপাজয়ী এই শুটার।

শুক্রবার (২৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বাকীর টোকিও যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে শুটিং স্পোর্ট ফেডারেশনকে।

এবার সারা বিশ্ব থেকে বিশেষ সুযোগের মাধ্যমে শুটার বাছাই করেছে আইওসি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত কমিশন।

এর আগে বাকী ২০১৬ রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্বে হয়েছিলেন ২৫তম। রিওর প্রতিযোগিতায় ৬৫৪ পয়েন্টের মধ্যে  বাকীর স্কোর ছিল ৬২১.২।

শুটিংয়ের বাইরে বাংলাদেশ থেকে এরই মধ্যে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আর্চার রোমান সানা, সাঁতারু আরিফুল ইসলাম, জুনায়না আহমেদ ও অ্যাথলেট জহির রায়হানের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh