প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় ভাবে, বললেন মুশফিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৯:৫২ পিএম

সিরিজসেরার পুরস্কার হাতে মুশফিকুর রহিম।

সিরিজসেরার পুরস্কার হাতে মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে আজ (শুক্রবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা মুশফিকুর রহিম জিতেছেন সিরিজসেরার পুরস্কার।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই মুশফিক। প্রথম ম্যাচে দলের বিপদের মুহূর্তে ৮৪ আর পরের ম্যাচে ১২৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তবে শেষ ম্যাচে ২৮ রান করে আউট হয়ে যান।

তিন ম্যাচে ৭৯ গড়ে মুশফিক করেছেন ২৩৭ রান। সেরার ট্রফি হাতে নিয়ে তিনি বলেন, ‘১৫ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আপনাকে দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আমি সেটাই প্রতি ম্যাচে চেষ্টা করছি।’

মুশফিক বলেন, শ্রীলঙ্কা সহজ প্রতিপক্ষ নয়। তারা কখনও হাল ছাড়ে না, লড়াই করে। আমি এটা পছন্দ করি (চাপ নিতে)। যখনই চাপ কিংবা প্রত্যাশার কথা আসে, আমি শান্ত থাকতে চেষ্টা করি। আমি জানি যে প্রতিপক্ষও আমাকে সম্ভবত বড় খেলোয়াড় ভাবে, এটা আমাকে প্রেরণা দেয়।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh