চালক অমনোযোগী হলে জানাবে টেসলার ক্যামেরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২১, ১০:০৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দুর্ঘটনা এড়াতে এবার নতুন প্রযুক্তি নিয়ে এলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। কেবিন-ফেসিং ক্যামেরা ব্যবহার করে একটি ড্রাইভার মনিটরিং সিস্টেম সফটওয়্যার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা যাবে চালককে। চালক যদি কখনো অন্যমনস্ক হয়, তাহলে এলার্ম তাকে সতর্ক করে দিবে। প্রতি মুহূর্তে চালক কতটুকু সচেতন রয়েছেন তা-ও জানা যাবে।

বিবিসির খবরে জানানো হয়, ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

টেসলার শুধুমাত্র অটোপাইলট মডেল-ওয়াই ও মডেল-৩ তে এখন পাওয়া যাবে এ প্রযুক্তি ব্যবহারের সুবিধা। ২০২১ সালের আগে বানানো মডেল-এক্স ও মডেল-এস গাড়িতে পাওয়া যাবে না কেবিন ক্যামেরা সেবা।

এ প্রযুক্তি গাড়ি মুভমেন্টের তথ্য ডেটাবেজে সেভ রাখবে কি না, এমন প্রশ্নেরও জবাব দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। টেসলা বলছে, প্রাইভেসি বিবেচনায় কোনো ডেটা অটো সেভ থাকবে না।

এর আগে, সম্পূর্ণ চালকবিহীন গাড়ি বাজারে এনেছে টেসলা। যদিও তাদের এ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ বলছে, গাড়িগুলোকে পুরোপুরি চালকবিহীন বলা যাবে না। কারণ একজন ব্যক্তিকে কোনো না কোনোভাবে গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh