কাতারে জামালদের রিপোর্ট নেগেটিভ, অনুশীলন শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২১, ০২:৫৬ পিএম

হোটেলে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা।

হোটেলে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা।

কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার (২৮ মে) বিকেলে করোনা পরীক্ষার নমুনা দেন জামালরা। শনিবার (২৯ মে) দুপুরের দিকে সবার নেগেটিভ ফলাফল আসে। 

রিপোর্ট পাওয়ার পর পরই বাংলাদেশ টিম হোটেলে স্কেচিং সেশন করেছে। বিকেলে কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম অনুশীলন সেশন করবে।

এই সফরে অধিনায়ক জামাল ভূঁইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের খেলার জন্য গেলেন তারিক কাজী। জামাল প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলতে শুরু করেন ২০১৩ সালে কাঠমান্ডু সাফে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh