নাটোরে করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২১, ০৪:৫৭ পিএম

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।ছবি: নাটোর প্রতিনিধি

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরে নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশ ও জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

শনিবার (২৯ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট, ছায়াবানী মোড়, নীচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শহরে করোনা সংক্রমণ বেশি হওয়ায় শহরের বিভিন্ন স্থানে স্পেশাল টিমসহ ৬টি মোবাইল টিম কাজ করছে। শহরের প্রবেশদ্বারগুলোতে এবং গণপরিবহণগুলোতে মাস্ক নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সম্প্রতি চাপাই নবাবগঞ্জ, রাজশাহীর পর নাটোরে করোনার সংক্রমণ বেশি হওয়ায় জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

গত ২৮ মে ২৪ ঘণ্টায় নাটোরে ৪৪জন নতুন করে করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh